র্যাব-৮, সিপিসি,ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ি থেকে গাঁজাসহ ১( এক) জন গ্রেপ্তার
র্যাব-৮, সিপিসি,ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ি থেকে গাঁজাসহ ১( এক) জন গ্রেপ্তার
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০/০৩/২০২০ইং তারিখ বিকালে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন লকো সেট বিনতপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী, মিশন সরদার(২৬), পিতা- কালু সরদার কর্মকার, সাং- লকো সেট বিনতপুর , থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীকে আটক করে।
এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১০০ (একশত) গ্রাম গঁাজা এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাজা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।