অভুক্ত কুকুরকে রান্না করে খাওয়াচ্ছেন বাগমারায়
বাগমারা প্রতিনিধি : করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা বাংলাদেশের ন্যায় বাগমারা উপজেলা ও লক ডাউন থাকায় খাবারের দোকান পাট ও হোটেল গুলো বন্ধ। তাই খাবারের উচ্ছিষ্ট আর জুটছেনা কুকুরের কপালে। করোনা আতঙ্কে কুকুরকে ও বাড়ির আশে পাশে খাবার দিচ্ছেন না অনেকে।ফলে খাবার না পেয়ে হিংস্র হয়ে উঠেছে প্রানী গুলো।
এ অবস্থায় বাগমারা উপজেলার পক্ষ থেকে কুকুর কে খাবার খাওয়ানোর উদ্যোগ গ্রহণের পর এবার এ কাজে এগিয়ে এসেছেন কয়েকজন তরুনা।প্রতিরাতে রান্না করে খাওয়াচ্ছেন তারা। মানবিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ৫ নং আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রেজাউল করিম।
রেজাউল করিম জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে অবলা অভুক্ত প্রানীদের খাবার মুখে তুলে দিতে পেরে তাদের অত্যন্ত ভালোলাগে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ভাবে প্রতিদিন রাতের খাবার কুকুর কে খাওয়ানো হবে জানান তিনি।সকলকে এ ভাবে অবলা অভুক্ত প্রানীদের খাবারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।