• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু

কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু

এপ্রিল ১০-২০২০
মোঃ চাঁদ আলী,কুষ্টিয়া প্রতিনিধি।।
করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় এক জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া গ্রামের পূূর্বপাড়ার কিতাব উদ্দিনের ছেলে আশরাফ (৩৮) করোনা উপসর্গ নিয়ে আজ সন্ধ্যায় তার বাড়িতে মৃত্যুবরন করেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে আশরাফ ঢাকার একটি বাড়ির নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। ঢাকার সেই বাড়িতে ইতালী ফেরত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রবাসী এসেছিলেন। তার কাছ থেকে তিনি সংক্রামিত হয়েছিলেন, পরে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছিল। সেখানে কয়েকদিন থাকার পর পালিয়ে আসে তার নিজ বাড়ীতে, গত ৩ দিন তার বাড়িতে অবস্থান করছিলেন। আজ সে মৃত্তিকাপাড়া স্কুলপাড়া মসজিদে জুম্মার নামাজও আদায় করেছেন বলে জানা গেছে। বিষয়টি তার পরিবারের সদস্যরা গোপন রেখেছিল, তাদের এই গোপনীয়তাই আজ কুষ্টিয়া মহামারী আকার ধারন করবে বলে মনে করছে সকলেই।
আশরাফের মৃত্যুর খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসন উক্ত এলাকা লক ডাউন করে দেয় এবং মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন কুষ্টিয়ার সিভিল সার্জন।
অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জিয়ার আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি জ্বর, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে মারা যান তিনি। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। নমুনা সংগ্রহের পর রাতে এ খবর লেখার সময় তার দাফন প্রক্রিয়া চলছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।