সদরপুরে দোকানপাট ও শপিংমলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার দোকান ও শপিংমল মার্কেট গুলোতে ঈদকে সামনে রেখে কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভীড়। সরকার দেশের অর্থনীতি সচল রাখতে ও মহামারি করোনার কারনে দীর্ঘদিন দোকান বন্ধ থাকার কারনে ঈদকে সামনে রেখে গত ১০ মে রবিবার থেকে সীমিত আকারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে দোকান ও শপিংমল খোলার নির্দেশ দেয়। কিন্তু উপজেলার বিভিন্ন হাটবাজার ও মার্কেটগুলোতে সরকারের বিধি নিষেধ এখানে মানা হচ্ছে না। মার্কেটগুলো ঘুরে দেখা গেছে মনে হয় চাঁন রাতের বেচাকেনা শুরু হয়েছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ উপেক্ষা করেও কেনাকাটা করছে ক্রেতারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি।