নওগাঁর সাপাহার উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে ৫০০ কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ ঘটিকার সময় কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে উপজেলা বিএনপি’র উদ্যোগে, আইহাই ইউনিয়ন বিএনপি’র আয়োজনে তারেক জিয়ার নির্দেশে প্রায় ৫০০ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম ডাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সেখানে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক তছলিম উদ্দীন, যুগ্ন-আহব্বায়ক মোকলেছুর রহমান মুকুল, আহব্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম (বেনু), আব্দুর রহিম, লুৎফর রহমান, সাইদুর মন্ডল, আব্দুল্লাহ্ আনছারী, আইহাই ইউনিয়ন বিএনপির আহব্বায়ক সারোয়ার জাহান লাবু চৌধুরী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও ইউনিয়ন দলীয় নেতাকর্মী এবং ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
উল্লেখ থাকে যে তারেক জিয়ার নির্দেশে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম আইহাই ইউনিয়ন দিয়ে শুরু হলো পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়নে বিতরণ করা হবে।