• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
লিজেন্ড অফ মাধবদিয়ার জয়লাভ

ছবি-বিজয়ী দল

 লিজেন্ড অফ মাধবদিয়ার জয়লাভ

মুজিব বর্ষ  দ্বিতীয় বিভাগ  ক্রিকেটে  জয় লাভ  করেছে  লিজেন্ড অফ মাধবদিয়া।

আজ বুধবার শহরের জিলা স্কুলের পিছনের মাঠে  অনুষ্ঠিত ম্যাচে তারা ৫৬ রানে পূর্ব আলিপুর মঞ্জু স্মৃতি  একাদশকে পরাজিত করে।নির্ধারিত ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে লিজেন্ড অফ মাধবদিয়া ১৫২ রান সংগ্রহ করে।

জবাবে পূর্ব আলিপুর মঞ্জু  স্মৃতি ৯৬ রান সংগ্রহ করে।

সংক্ষিপ্ত স্কোর    

লিজেন্ড অফ মাধবদিয়া

১৫২/১০(তুষার ৩১,শিবলু – ২৬, পিলু -২৬)সাবির ৩ তুমিজুল ২ উইকেট।

পূর্ব আলিপুর মঞ্জু স্মৃতি৷ ৷                            ৯৬/১০ ( নওশাদ-১৫,তমিজুল ১৩ রান করেন। অতিরিক্ত ৪৬)লিজেন্ড অফ মাধব দেয়ার পক্ষে হৃদয় ৪ এবং শিবলী ২ উইকেট নেন।

আম্পায়ার ঃ পীযূষ শিকদার, রাসেল মিয়া।

স্কোরার ঃ  মামুন হোসেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।