ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) ক্যাম্পাসকে গ্রীণ ক্যাম্পাসে পরিণত করতে দেশরত্ন শেখ হাসিনা হলের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার(১১ জুলাই) সকালে দেশরত্ন শেখ হাসিনা হল চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শেলীনা নাসরিন, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. নওয়াব আলী খানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এ কর্মসূচির আওতায় ক্রিসমাস ট্রি, ফায়ার বল, চেরী বিভিন্ন রংয়ের, গোলাপ, গন্ধরাজ, মন্দিরা ঝাউ, বাগান বিলাস, শিউলী, কামিনীসহ বিভিন্ন প্রজাতের ফুলের চারা রোপন করা হবে।