সাপাহারে ঢাকা ফেরত জামাইকে তাড়িয়ে গ্রামের প্রবেশ পথে লকডাউন
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার মহজিদ পাড়া গ্রামবাসীর উদ্যােগে গ্রামে চলাচলের জন্য ২টি প্রবেশে পথে রাস্তার দু পাশে বাঁশ দিয়ে পুরো রাস্তা বন্ধ করে লকডাউন ঘোষনা করেছে গ্রামবাসী।
জানা গেছে, বর্তমান বিশ্বে মহামারি করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সেটি মারাত্নক আকার ধারন করেছে। এমনকি বাংলাদেশেও তা চরম আকার ধারণ করতে চলেছে এরই মধ্যে ঢাকা ফেরত বা বিভিন্ন এলাকা হতে মহজিদ পাড়া গ্রামে প্রায় দিন জামাই,মেয়ে, আত্নীয় স্বজন আসা যাওয়া শুরু করেছে তাই গ্রামের মানুষকে সচেতন করতে ও নিরাপদ রাখতে গ্রামবাসীর উদ্যােগে তারা গ্রামের ২টি প্রবেশ পথে বাঁশ টাঙিয়ে আসা যাওয়া বন্ধ করে লকডাউন ঘোষনা দিয়েছে। এবং ঢাকা থেকে গ্রামে আসা জামাইদের বুঝিয়ে নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছে গ্রামবাসী।
উল্লেখ থাকে যে, জরুরী প্রয়োজন ও চিকিৎসা নিতে যাওয়া ছাড়া সকল ধরনের চলাচল বন্ধ। সরকারি নির্দেশ মেনে চলা এবং নিজ নিজ বাড়িতে অবস্হান করার আহব্বান জানান গ্রামবাসী।