বড় লক্ষণদিয়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের লক্ষণদিয়া এইস এসডিপি মডেল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সভাপতি হাবিবুর রহমান লাবলু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান, জালাল মুন্সি, মজিবর শেখ, আফতার ফকির, জাহিদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যান পুরস্কার বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, সবাইকে করোনা ভাইরাস থেকে সর্তক থাকতে হবে। নিয়মিত দিনে ৩-৪ বার হাত সাবান দিয়ে ধুতে হবে। হতশা নয় সচেতনতা দিয়েই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হবে। সচেতনতাই পারে আমাদেরকে ভাইরাস মুক্ত করতে পারে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন তোমরা প্রতিটি ছাত্র-ছাত্রী বাড়িতে গিয়ে প্রতিদিন ৩-৪ বার ভালো করে সাবান দিয়ে হাত ধুবে এবং বাড়ির সবাইকে হাত ধুতে বলবে।