সালথা’য় শিক্ষার্থীদের নিয়ে পুলিশ সুপারের সচেতনতা মূলক আলোচনা
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম সেবা) সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক এক মুক্ত আলোচনা করেন।
বুধবার বিকাল ৩ টায় উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সাথে এই আলোচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল সালথা-–নগরকান্দা) এফ এম মহিউদ্দিন, সালথা থানার (ওসি) তদন্ত সুব্রত গোলদার, এস আই মিজানুর রহমান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ প্রমূখ।
আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বলেন, ভিডিও পাইরেসি, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) ব্যবহারে সতর্কতা, ইভটিজিং থেকে বিরত থেকে লেখাপড়ার দিকে মনোনিবেশ করতে হবে। বাল্য বিয়ে থেকে বিরত থাকতে হবে। কোথাও বাল্য বিয়ের খবর পেলে ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ চলে আসবে। জঙ্গিবাদে নিজেকে জড়ানো যাবে না, ফেইসবুকে অহেতুক শেয়ার, কমান্ট করা থেকে বিরত থাকতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে দেশ এগিয়ে যাচ্ছে, তাই তোমাদের দেশ বিনির্মানে এগিয়ে আসতে হবে। ইন্টারনেট দেশকে যেমন এগিয়ে নিয়েছে, ঠিক তেমনই শিক্ষার্থীদের বিপজ্জনক হয়ে উঠেছে। এ ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষনীয় দিক গুলো গ্রহন করতে হবে, আর খারাপ দিক গুলো বর্জন করকে হবে।