ফরিদপুর পল্লী বিদ্যুৎতে মুজিব কর্ণার
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন হয়েছে। মুজিব বর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে এই কর্ণার স্থাপন করা হলো।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে পল্লী বিদ্যুতের নিজেস্ব কার্যালয়ে শিল্প সাহিত্য সাহিত্যের মাধ্যমে নান্দনিক ভাবে এই মুজিব কর্ণার সকলকে মুগ্ধ করেছে।
বুধবার সকালে কর্ণারের উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম মোঃ আবুল হাসান। মুজিব কর্ণারে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর বেশ কিছু দুর্লব আলোক চিত্র, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রকাশিত নানা গ্রন্থ।
এছাড়া পল্লী বিদ্যুতের নানা সেবামূলক কর্মকান্ডের পাশাপাশি পুরো কার্যালয়কে পরিস্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে শিল্প আঙ্গিকে মূল ফটকে তৈরী করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত নৌকা ও পদ্ম ফুলের ইট প্লাস্টারের শিল্প কর্ম।
তিনি বলেন, প্রতিদিন আমাদের অফিসে নরীন প্রবীন হাজারো মানুষ আসে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতাকে জানার জন্য আমি এই মুজিব কর্ণার স্থাপন করেছি।
পল্লী বিদ্যুতে আসা এক তরুন পোদ্দার সুমন বলেন, চমৎকার বিদ্যুৎ সংক্রান্ত কাজে এসে ঘণ্টা খানিক কেটে গেল মুক্তিযুদ্ধের ছবি, বই অন্য কিছু দেখে ফরিদপুরের অফিস গুলোতে এমন সুন্দর আয়োজন থাকলে খারাপ কি? মুজিব কর্ণারের বই প্রদর্শন গ্যালারিতে রয়েছে সেরেন্ডার অ্যাট ঢাকা, আমার দেখা নয়া চীন, একাত্তরের ডায়েরী, সাদা কালো, ফরিদপুরের ইতিহাস, আমাদের বঙ্গবন্ধু, দারিদ্র দূরি করণ কিছু চিন্তা ভাবনা, বিপন্ন গণতন্ত্র লাঞ্চিত মানবতা, মুক্তিযুদ্ধের ছিন্ন দলিলপত্র, ওরা টোকাই কেন, শেখ মুজিব আমার পিতা, একাত্তরের চিঠি, কারাগারের রোজ নামচা, অসমাপ্ত আত্ম জীবনী শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য বই।
এই মুজিব কর্ণারে প্রদর্শন দেখা ও বই পড়ার মানুষদের জন্য সেবামূলক বিনামূল্যে টি কর্ণারও রয়েছে।