এমপি মোশাররফ হোসেনের হস্তক্ষেপে ফরিদপুরে সকল চিকিৎসা সেবা শুরু
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর: করোনা ভাইরাস( কোভিড – ১৯) এর প্রাদুর্ভাবে ফরিদপুরের শহরের প্রায় সবগুলো প্রাইভেট ক্লিনিকের চিকিৎসা সেবা নোটিশ দিয়েই বন্ধ করে দিয়েছিল ডাক্তারগণ।এতে সাধারণ জনগণের ভোগান্তির শেষ ছিলনা। জনগণ সব ধরনের সেবা থেকেই বঞ্চিত হচ্ছিলেন।অবশেষে জনগণের এই ভোগান্তি দুর হতে চলেছে।
ফরিদপুর সদর -৩ আসনের এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির হস্তক্ষেপে পরিবর্তন হচ্ছে চিকিৎসকদের এ কর্ম বিরতি।
এমপি মোশাররফ হোসেনের নির্দেশনায় গতকাল ১০ এপ্রিল ২০২০ শুক্রবার সন্ধ্যা ৭ টায় ফরিদপুর জেলা বি এম এ ভবনে বি এম এ কর্তৃক আয়োজিত এক জরুরী সভার আয়োজন করা হয়। বি এম এ সভাপতি অধ্যাপক ডাঃ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটোর সভাপতিত্বে ও ডাঃ মোঃ মাহফুজুর রহমান (বুলু)এর সঞ্চালনায় জরুরী এ সভায় জেলার সকল(সরকারি ও বেসরকারি) চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সভায় উপস্থিত সকল চিকিৎসক স্বতঃস্ফূর্ত ভাবে তাদের নিয়মিত চিকিৎসা কার্যক্রম চালিয়া যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং প্রত্যেকে সরকারি হাসপাতালের পাশাপশি তাদের বৈকালিক চেম্বার খুলে রেখে জনগণের পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করবেন বলে জানান। বি এম এ সভাপতি বলেন, আমরা স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। এ সময় তিনি জেলা সিভিল সার্জন, মেডিকেল হাসপাতালের পরিচালক ও অধ্যক্ষকে তাদের প্রতিষ্ঠানের সকল স্বাস্থ্য কর্মী কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন কিনা এবং হাসপাতালে রোগীরা সঠিক সার্ভিস (অক্সিজেন, ঔষধ ইত্যাদি)পাচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করার অনুরোধ জানান এবং বলেন কোন রোগীই যেন চিকিৎসা সেবা না পেয়ে ফেরত না যায় এবং সকলকে আতংকিত না হয়ে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান করেন।