• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
তারাকান্দায় ১০টাকা কেজি চাল কম দেয়ার অভিযোগ

ছবি-অভিযুক্ত শিহাব সরকার

তারাকান্দায় ১০টাকা কেজি চাল কম দেয়ার অভিযোগ

জাহাঙ্গীর তালুকদার,(তারাকান্দা-ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০টাকা কেজি চাল কম দেয়ার অভিযোগ উঠেছে।

সরোজমিনে গিয়ে দেখা যায়, গত শনিবার (১১ই এপ্রিল) তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের ডিলার শিহাব সরকারের বিরুদ্ধে ওজনে চাল কম দেয়ার অভিযোগ উঠার বিষয়টি সত্য।

একাদিক ভুক্তভোগীরা বলেন, সরকার ৩০ কেজির বস্তা দিচ্ছে সেখানে এই ডিলার ৫০ কেজি বস্তা এনে আমাদেরকে চাল কম দিচ্ছে। খোলা চাল ২৪/২৫ কেজি করে দিচ্ছে। আরও বলেন, এটিও অফিসার কামরুল হাসানকে ম্যানেজ করেই নাকি তার সামনে কম চাল দিচ্ছেন। এ বিষয়ে এটিও অফিসার কামরুল হাসানকে ওজনে চাল কম দেওয়ার কথ বললে সাথে সাথে ডিলার সিহাব সরকার ভুক্তভোগীদের হুমকি দিয়ে বলেন যে, তাদের (ভুক্তভোগীদের)কার্ড বাতিল করে দিবেন। তবে এ বিষয়ে এটিও অফিসার কামরুল হাসান প্রশ্ন করলে কোন জবাব দেননি তিনি।

৩০/৩২ ভুক্তভোগীদের দেওয়া চাল এটিও অফিসার কামরুল হাসান সামনে মাপদিলে বেরিয়ে আসে আসল রহস্য।

উপজেলা খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন বিষকা ও কামারিয়া ইউনিয়নের চাল টা আসে শ্যামগঞ্জ থেকে। চাল কম দেয়ার অভিযোগটা এড়িয়ে যান।

ডিলার শিহাব সরকার  বলেন, এটা আমার ভুল হয়েছে। যারা কম পেয়েছে তাদেরকে পরিপূর্ণ করে আবার দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী কাশিগঞ্জ বাজার থেকে ৯বস্তা চাল জব্দ করেছেন বলে খবর পাওয়া গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।