ফরিদপুরের বাজারে সামাজিক দুরত্ব মানাতে কাঁচা বাজার স্হানান্তরের উদ্যোগ
ফরিদপুরের বাজারে সামাজিক দুরত্ব মানাতে কাঁচা বাজার স্হানান্তরের উদ্যোগ
মনিরুল ইসলাম টিটো, ফরিদপুর :ফরিদপুরের সর্ব বৃহৎ হাজী শরিয়তুল্লাহ বাজারে আগতরা কেউ মানছেন না সামাজিক দূরত্ব। শরীরে শরীরে ঠেলাঠেলি করে চলাচল ও পন্য ক্রয়-বিক্রয় করছেন ক্রেতা-বিক্রেতারা। এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে নানা উদ্যোগ গ্রহন করেছে বাজার ব্যবস্হাপনা কমিটি।
রোববার দুপুরে বাজার ব্যবস্হাপনা কমিটির জরুরী সভা শেষে সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা জানান, জনসমাগম এড়াতে বাজারের খুচরা ব্যবসায়ীদের সোমবার থেকে রাজেন্দ্র কলেজ ও মহিম স্কুলের বড় মাঠে স্হানান্তর করা ছাড়াও, বাজারের পাশাপাশি দোকানের একটি বন্ধ ও একটি খোলা রাখার ব্যবস্হা নেয়া হয়েছে। এসময় ব্যবস্হাপনা কমিটির সহ-সভাপতি আবুল হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান মাখন, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান লাবলুসহ নেতৃ্বৃন্দ উপস্হিত ছিলেন।