• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন এ থাকা এক নারীর মৃত্যু।

কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন এ থাকা এক নারীর মৃত্যু।

এপ্রিল ১২-২০২০

মোঃ চাঁদ আলী, কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় আইসোলেশন এ থাকা ময়না (৪৩) এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন কুষ্টিয়া। তার বাড়ি কুষ্টিয়া মিরপুর উপজেলার

আমলায়। তথ্যসূত্র, বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বলেন, গেল ১০ এপ্রিল ওই নারী হাসপাতালে আসলে প্রথমে তাকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তার ঠাণ্ডা, কাশি ও জ্বর দেখা দিলে করোনা সন্দেহে ওইদিনই তাকে আইসোলেশনে নেয়া হয়। ওখানেই তার চিকিৎসা চলছিল। তবে করোনা উপসর্গ ছাড়াও ওই নারীর হরমোনগতসহ অন্যান্য নানা ধরনের অসুখ ছিল। দীর্ঘদিনের এই অসুখগুলোও বর্তমানে কঠিন হয়ে দেখা দিয়েছিল।
এদিকে, গতকাল তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার তার টেস্ট রিপোর্টের ফলাফল আসতে পারে বলেও জানান তিনি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, মিরপুর উপজেলায় মৃত নারীর বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। মরদেহ আইইডিসিআর’র নিয়মে দাফন করা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়ায় জেলায় এখন পর্যন্ত কোনও করোনা রোগী শনাক্ত হয়নি তবে এটা প্রথম করোনা আইসোলেশনে থাকা কোন রোগীর মৃত্যু বরণ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা কুষ্টিয়াতে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।