• ঢাকা
  • বুধবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের রড চুরি আটক-২

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের রড চুরি আটক-২

মোঃ চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি।।কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের রড চুরির দায়ে আটক হয়েছে দুই চোর। গতকাল (শনিবার) ভোরে কুষ্টিয়া হাউজিং ই ব্লক থেকে স্থানীয়রা রড, সাটারিং এর সিট ও পাইপ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা ওই দুই চোরকে বেঁধে রেখে কুষ্টিয়া মডেল থানায় খবর দেয়। পুলিশ এসে ওই দুই চোরকে ধরে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রায় দিনই মেডিকেল কলেজ ও তার আশপাশের এলাকা থেকে চুরির ঘটনা ঘটে আসছে। এই চুরির সাথে মেডিকেল কলেজের নৈশ প্রহরী জড়িত থাকার অভিযোগ করেন এলাকাবাসী। শুধু চুরি নয় এরা বিভিন্ন সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে পথচারীদের নিকট থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুজন চোর ও চোরাই মালামাল নিয়ে এসেছি। এই দুজন চোর হলো কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের রেজাউলের ছেলে নয়ন(২৫) ও একই ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের জলিলের ছেলে রিপন(২৬)। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।