• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
বোয়ালমারীর সেরা কন্টেন্ট নির্মাতা রহিমা খানম আর নেই

সপ্তাহের সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা ফরিদপুর জেলা এম্বাসেডর বোয়ালমারী উপজেলার ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা খানম (৩৩) আর নেই। বুধবার (১২.০৮.২০) সকাল ১১টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না ….রাজিউন)। ২০১৯ সালে তিনি সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হন। রহিমা খানমের স্বামী মো. ওয়ারেজ খান চাপলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। মৃত্যুকালে রহিমা খাতুন স্বামী ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, রহিমা খানম ডা. জাহাঙ্গীর প্রবর্তিত কিটো ডায়েট পালন করতেন। তাঁর রক্ত শূণ্যতা দেখা দেয়। হঠাৎ অসুস্হ্য’ হয়ে পড়লে গত রোববার তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্হ্য কমপেক্সে ভর্তি করা হয়। তাঁর রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যায়। বুধবার সকালে তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতারে ট্রান্সফার করা হয় কিন্তু ফরিদপুর নেওয়া হলেও হাসপাতালে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়। বুধবার বাদ আসর নামাজে জানাযা শেষে ছোলনা কবরস্হানে তাঁর দাফন সম্পন্ন হয়। অত্যন্ত নম্র ভদ্র ও গুণি এ শিক্ষকের মৃত্যুতে শিক্ষক সমাজসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে থেকে করোনায় আক্রান্ত হয়েছে কি না সে জন্য নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।