ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১২/৪/২০২৩
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসষ্ট্যান্ড সংলগ্ন কৈডুবী নামক স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে আক্তার মোল্লা(৩০) মারা গেছে। সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্ৰামের তোতা মোল্লার ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানায়, বুধবার ভোররাতে থ্রী হুইলারে করে আক্তার মোল্লা নিজ বাড়িতে যাচ্ছিল। কৈডুবী নামক স্থানে থ্রী হুইলারটি একটি স্পীড বেগারে ধাক্কা খায়। চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় থ্রী হুইলার থেকে আক্তার মোল্লা রাস্তার মাঝখানে ছিটকে পড়ে। সে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে।