আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে লাকসাম পৌর শহরের বাইপাস এলাকার লাকসাম জেনারেল হাসপাতালে এক সঙ্গে ৫ সন্তান প্রসব করেন তিনি।
শারমিন আক্তার উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া ইকবাল নগর গ্রামের মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।
লাকসাম জেনারেল হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, বুধবার সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. লতিফা আহমেদ লতার তত্ত্বাবধানে দুপুরে স্বাভাবিকভাবে ওই পাঁচ সন্তানের জন্ম হয়। নির্দিষ্ট সময়ের অনেক আগেই (সাত মাসে) ওই নারীর সন্তান প্রসব হয়েছে। মা ও সন্তানরা সুস্থ রয়েছে। তবে ওই সন্তানদের ওজন কম থাকায় কিছুটা ঝুঁকি রয়েছে। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
বাবা হাফেজ মাওলানা মিজানুর রহমান জানান, কয়েক বছর আগে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু সে মারা যায়। বর্তমানে একসঙ্গে ৫ সন্তান জন্ম নেয়ায় অনেক খুশি হয়েছেন। স্ত্রী ও সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।