চরভদ্রাসনে ডিজিটাল বাংলাদেশ দিবসে সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষ্যে শনিবার সকাল ১১ টায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ খ্রি. উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
তথ্য যোগাযোগ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতলেব হোসেন মোল্যা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও সহকারী কমিশনার (ভুমি) ইমদাদুল হক তালুকদার সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্হ্য কর্মখর্তা ডাঃ হাফিজুর রহমান, শিক্ষা অফিসার এফ এম বাহাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোর্তজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম প্রমূখ।