নগরকান্দা’য় শহর যুবলীগ নেতা আজাদ হোসেনের মহতি উদ্যোগ
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় যুবলীগ নেতার মহতি উদ্যোগ। অসহায় ও নিন্মআয়ের দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে নগরকান্দা পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও সংসদ উপনেতার পিও আজাদ হোসেন। রবিবার বিকালে তিনি তার নিজ উদ্যোগে নগরকান্দা পৌর এলাকার অসহায় ২’শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকা বাসি।
যুবলীগ নেতা আজাদ হোসেন জানান, করোনা পরিস্থিতির কারনে বর্তমানে নিন্মআয়ের মানুষের অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিরা এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। তিনি বলেন, নগরকান্দা পৌর এলাকার কয়েক হাজার অসহায় ও দরিদ্র মানুষের তালিকা করা হয়েছে। প্রথম পর্যায়ে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর আগে আমি ১’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে।
আজাদ হোসেন আরো জানান, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি ও কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর দিক নির্দেশনায় এসব খাদ্য সামগ্রী বিতরন করছি। আমি নগরকান্দা পৌর বাসির সুখে দুঃখে তাদের পাশে থেকে আজীবন সেবা করে যেতে চাই। এসময় তিনি দেশের বিত্তশালী ও অর্থশালী ব্যক্তিদের নিজ নিজ এলাকায় দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
গত কয়েকদিন আগে আজাদ হোসেন করোনা ভাইরাস থেকে সবাইকে সর্তক থাকার জন্য লিফলেট ও মাক্স বিতরন করেন। এছাড়া তিনি পৌর এলাকার বিভিন্ন স্তরের মানুষের মাঝে সাবান ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরন করেন। তিনি পৌর বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান।