আলফাডাঙ্গায় পল্লীর এক স্কুল থেকে সিলিং ফ্যান ও মটর চুরি
কবির হোসেন, আলফাডাঙ্গা,ফরিদপুর ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় পল্লীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার কড়া ভেঙ্গে ১২টি সিলিং ফ্যান, একটি পানি তোলার মটর এবং একটি সাউন্ড সিস্টেম ও এমপ্লিফায়ার চুরি হয়েছে।
গত শুক্রবার দিবাগত গভীররাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ কুমার কুন্ডু বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে তিনি চুরির এ ঘটনাটি জানতে পারেন। পরে তিনি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের অফিস কক্ষসহ বিভিন্ন কক্ষের দরজার কড়া ভেঙ্গে উল্লেখিত মূল্যমান সামগ্রী নিয়ে গেছে চোরেরা। তিনি বলেন, এ ব্যাপারে থানার সাধারণ ডায়রি করা হয়েছে।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ওই বিদ্যালয়ের মালামাল চুরির সাথে জড়িত চোরচক্রকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।