• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
গোবিন্দগঞ্জে প্রথম একজন করোনায় আক্রান্ত

গোবিন্দগঞ্জে প্রথম একজন করোনায় আক্রান্ত 

গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শনিবার প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের বাসিন্দা। রংপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার মাধ্যমে তার করোনা পজেটিভ নিশ্চিত হওয়া গেছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন এ তথ্য নিশ্চিত করেন। গোবিন্দগঞ্জের করোনা আক্রান্ত নিয়ে গাইবান্ধা জেলায় করোনা আক্রান্তে সংখ্যা ৬ জন।
আক্রান্ত ব্যক্তি গত ২৪ মার্চ নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে।পরে তার মাঝে করোনা উপসর্গ দেখা দেওয়ায় দুইদিন পূর্বে নমুনা সংগ্রহ করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুইক রেসপন্স টিম  রংপুরে পাঠায়। আজ পরীক্ষায় তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টানে থাকতে বলা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন জানান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃমজিদুল ইসলাম, উপস্থিত ছিলেন শালমারা ইউনিয়ন পরিষদের ভাঃ চেয়ারম্যান আইয়ুব আলী, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল উপস্থিত ছিলেন।
আরো যারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদের শনাক্তের কার্যক্রম চলছে। শনাক্ত সম্পূর্ণ হলে সবাইকে কোয়ারেন্টানে রাখা হবে।
এদিকে, এলাকাবাসীকে আতংকিত না হয়ে সচেতন থাকতে প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।