খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে ‘কুষ্টিয়া সদর উপজেলা’
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে “পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য” সেবায় উল্লেখযোগ্য অবদান রাখায় “কুষ্টিয়া সদর উপজেলা” খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে।
এ বিশেষ অর্জনের জন্য কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা মোঃ আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওমর ফারুক এবং সদর উপজেলার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদান রয়েছে। উপজেলার সবার ভালো কাজের জন্যই বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে কুষ্টিয়া সদর উপজেলা।
এ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশী অবদান রেখেছেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আতাউর রহমান আতা। সফলতার এ ধারা অব্যাহত থাকুক এ প্রত্যাশা উপজেলাবাসীর।