• ঢাকা
  • শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
দ্বিতীয় জয়  লিজেন্ড অফ মাধবদিয়ার 

ছবি- বিজয়ী দল

 দ্বিতীয় জয়  লিজেন্ড অফ মাধবদিয়ার

মিডল অর্ডার  ব্যাটসম্যান হাসানের ৩৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসের সুবাদে মুজিব বর্ষ  দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে লিজেন্ড অফ চরমাধবদিয়া ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আলিপুর তরুণ সংঘ কে।

শহরের  জিলা স্কুলপিছনের  মাঠে অনুষ্ঠিত ম্যাচে  তারা ১৬৩ রানের ব্যবধানে জয় লাভ করে।

নির্ধারিত ২০  ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে লিজেন্ড অফ মাধবদিয়া ৮ উইকেটে ২৪৭ রান করে দলের পক্ষে হাসান ১০০, পিলু-২১,ওমর ২৪ রান করে।অতিরিক্ত ৫১.

http:/

সেঞ্চুরিয়ান হাসান, ৩৯ বলে ১০০ রান করেন

দক্ষিন আলিপুর   তরুণ  সংঘের পক্ষে  নিরব ৩ এবং রিমন ২ উইকেট লাভ করে।

জবাবে দক্ষিণ আলিপুর তরুণ সংঘ ১৬,৪ ওভারে ৮৪ রানে অলআউট হয়।

দলের পক্ষে সুব্রত ২২ রান করেন। অতিরিক্ত ২৩।লিজেন্ড অফ মাধবদীয়া এর পক্ষে   শিবলু ৩ রশিদুল ২ উইকেট লাভ করে।

আম্পায়ার – তোফাজ্জল হোসেন, মামুন হাসান,

স্কোরার, – মামুন হোসেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।