ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাঃ হাফিজ উদ্দিন আহমদ
সুনামগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমনের ভয়ে দেশের বিভিন্ন স্থানে যখন সরকারি-বেসরকারি হাসপাতালের অনেক চিকিৎসক নানা অজুহাতে চেম্বার ফেলে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে চলে গেছে বা চিকিৎসা সেবা দিয়ে যেতে অপারগতা প্রকাশ করতেছে ঠিক সেই মুহুর্তে তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের ডাঃ হাফিজ উদ্দিন কমপ্লেক্সের নিজ চেম্বারে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ হাফিজ উদ্দিন আহমদ।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশনা জারি করেছে। সাধারন ছুটি ও দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউন ঘোষনা করা হয়েছে। পরিস্হিতি উন্নয়নে তেমনি তাহিরপুর উপজেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি মাঠে যৌথভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে।
এমন সংকটময় মুহুর্ত্বে বিশেষজ্ঞ অনেক ডাক্তার যারা অতীতে শহর থেকে এসে বাদাঘাট বাজারের বিভিন্ন ফার্মেসী বা ড্রাইয়াগনেসট্রিক সেন্টারে চিকিৎসা সেবা দিতেন তাদের অধিকাংশই চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দিলেও ব্যতীক্রম কয়েকজনের মধ্যে ডাঃ হাফিজ উদ্দিন আহমদ অন্যতম।
তিনি অবসরপ্রাপ্ত হওয়ার পর থেকে নিজ চেম্বারে চিকিৎসা সেবা দেয়া অব্যাহত রেখেছেন। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাওয়ায় এলাকার মানুষ ও সচেতনমহল সন্তোষ প্রকাশ করে ও সাধুবাদ জানিয়েছে।
১২ই এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাক্ষাতের সময় ডাঃ হাফিজ উদ্দিন আহমদ জানান, মানবসেবায় হচ্ছে সবচাইতে বড় ধর্ম। তার এই পেশায় আসার প্রধান কারণই হলো মানবসেবা করা। মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য তিনি সংকটময় সময়েও দায়িত্ব পালন করে যাচ্ছেন । তিনি সাধ্যমত তাহিরপুর উপজেলার গরীব ও অসহায় অনেক রোগীদের বিনামূল্য চিকিৎসা সেবা দিয়ে থাকেন ।