সদরপুরে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্যু
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় হোচেন মুন্সী (৪০) নামের এক ব্যাক্তি বিদ্যুৎ স্পর্শে নিহত হয়েছে। জানা গেছে ,গতকাল সোমবার সকাল অনুমান সাড়ে ১০টায় ঘরের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গেলে তারে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হোচেন মুন্সী উপজেলা সদরের নয়রশি গ্রামের মৃত ছত্তার মুন্সীর ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার মৃত্যু নিশ্চত করে জানান, এব্যপারে সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।