• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
ফেসবুকে মেসেজ দিয়ে ত্রান পেল হিন্দু সম্প্রদায়ের ৩০ টি পরিবার

ফেসবুকে মেসেজ দিয়ে ত্রান পেল হিন্দু সম্প্রদায়ের ৩০ টি পরিবার

নিরজ্ঞন মিত্র (নিরু) ঃ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক অতুল সরকারের ফেসবুকে মেসেঞ্জারে অসহায়ত্বের কথা জানিয়ে সদরের কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর কালিতলা এলাকায় উত্তরপাড়া হিন্দু সম্প্রদায়ের ৩০ টি পরিবার সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী পেয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সমগ্রী তুলে দেন। এসময় উপস্হিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা খাদ্য নিয়ন্ত্রণ ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, মেম্বার ফরিদ মোল্লা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আগবার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সামিম মিয়া প্রমূখ। দৈনিক ভোরের প্রত্যাশা স্টাফ রিপোর্টার নিরজ্ঞন মিত্র (নিরু) জানান আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায় ৩০ টি পরিবার দীর্ঘদিন কাজ না থাকায় চরম কষ্টে দিন যাপন করে আসছিলো। বিষয়টি আমি জেলা প্রশাসক স্যারের ফেসবুক মেসেঞ্জারে জানাই। স্যার তৎক্ষণিক এই সহয়তা দেওয়ার উদ্যোগ নেন। সহায়তা গ্রহনকারী ভক্তি রানী সরকার জানান ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি লবণ ও ডাল এই সহায়তার মধ্যে কয়েকদিন চলে য়াবে। কিন্তু তারপর কি হবে জানি না। পরিবারের আমরা কেউ কাজ করতে পাড়ছিনা। এসময় সদর নির্বাহী কর্মকর্তা বলেন হট লাইন নম্বর খোলা হয়েছে। পাশাপশি ফেসবুকে যেসব মেসেজ আসছে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই যেখানে যখন খবর পাচ্ছি জেলা প্রশাসনের উদ্যোগে যত দূর সম্ভব আমরা সহায়তা প্রদান করে আসছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।