মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
নিজেকে লেখক পরিচয় দিতেই বেশি আনন্দ পান মির্জা জিয়াউর রহমান। ফরিদপুরের মধুখালী পৌর সদরের পশ্চিম গোন্দারদিয়াতে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন এ লেখক। চাকুরি জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে অবসর গ্রহণ করেন। কখনো নিজের বাড়িতে আবার কখনো যে কোন স্থানেই কবিতা ও ছড়া লেখার চর্চা করেন তিনি।
সম্প্রতি আমি সাহসী যোদ্ধা নামে একটি বই প্রকাশ হয়েছে তার। ঢাকা বাংলা বাজারের টইটই প্রকাশনীর ব্যানারে প্রকাশিত তার বইটির মূল্য ধরা হয়েছে ৩৫০ টাকা। এর আগে ২০২১ সালের একুশে বইমেলায় তার লেখা একশ প্রেমের কবিতা,স্বরাজের ছেরা তার, স্বদেশের মৃত্তিকায় জননীর ঘ্রাণ সহ বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।
তরুণ এই লেখক বলেন, লেখালেখি আমার অনেক প্রিয় বিষয়। যেখানে বসি সেখানেই লেখতে মন চাই। লেখা স্রষ্টা প্রদত্ত বিশেষ নিয়ামত বলেও বলেন এ লেখক।
সালেহীন সোয়াদ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি