• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
ফরিদপুরে কৃষি ব্যাংকের নিরীক্ষা কর্মকর্তার নামে দুদকের মামলা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

দুর্নীতির অভিযোগে ফরিদপুরে মো. মোশাররফ হোসেন (৬৪) নামে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তার নামে মামলা দায়ের করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে ফরিদপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র বিশেষ জজ আদালতে দুদকের সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১১।

ফরিদপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর ৩০ লাখ ৩০ হাজার ৯’শ ৫০ টাকার সম্পদের তথ্য গোপন করে মোশাররফ হোসেন। এছাড়া মিথ্যা তথ্য প্রদানসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ উৎস্য হতে ৩৪ লাখ ৭৪ হাজার ৪’শ ১৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করার অভিযোগে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত বিভাগীয় এ নিরীক্ষা কর্মকর্তার নামে দুদক এ মামলাটি দায়ের করে।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
তাং: ১৩-১২-২০২৩ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।