নিয়ামতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুরে ১শ ১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর মোড়ের আবু রায়হানের কনফেকশনারীর সামনে উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মোঃ ফরহাদ হোসেন ছোটন (২৬) কে ১শ ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ফারহাদ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী।