ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পশ্চিমকামার গ্রামে রবিউল শেখ (৩৩) নামের এক আইসক্রিম ব্যবসায়ি কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় রবিউল শেখের চাচা মো. আবুল শেখ বাদি হয়ে থানায় ইউডি মামলা করেছেন। মামলা নম্বর ২৫।
থানা সূত্রে জানা যায়, কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে রবিউল শেখের স্ত্রীর সাথে বুধবার রাতে মনোমালিন্য হয় তার। মনোমালিন্যর জের ধরে বৃহস্পতিবার ভোরে গলায় গামছা দিয়ে তার বাড়ির পশ্চিমপাশে আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন গাছে ঝুলন্ত অবস্হায় রবিউলকে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ফরিদপুর মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।