ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন ওই গ্রামের সাহিদ শেখের পুত্র রাফি(৫) ও জহির মোল্লার পুত্র তারিফ(৫)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশুরা গ্রামের পাশাপাশি বাড়িতে বসবাস করে। তবে তারিক তার নানা বাড়িতে থাকতো। তার বাড়ি পাশের মৃগি গ্রামে। তার বাবা একজন ট্রাক চালক আর রাফির বাবা বেসরকারী সংস্থায় চাকুরী করে।
কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, সোমবার বিকেলে রাফি ও তারিক খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে একটি ডোবার পাশে তাদের স্যান্ডেল দেখে ওই ডোবার ভিতর থেকে তাদের দুজনকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কত্যর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
এদিকে তাদের লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।