ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে দ্বিতীয় বিভাগ ও কোয়ালিফাই রাউন্ড ক্রিকেট লীগ।
আজ মঙ্গলবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
এবছর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে মোট ১৬ টি দল এবং কোয়ালিফাই ক্রিকেট লিগে মোট ,২৮ টি দল অংশগ্রহণ করছে।
এরমধ্যে আজ থেকে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলায় প্রথম ম্যাচে জয়লাভ করেছে ফ্রেন্ডস ক্লাব
তারা প্রতিপক্ষ সন্টু স্মৃতি কে ৫ উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেবে সন্টু স্মৃতি একাদশ নির্ধারিত ২০ ওভারের ১২৭ রান সংগ্রহ করে জবাবে ফ্রেন্ডস ক্লাব ৫ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে।
উল্লেখ করা যেতে পারে আগামী ১৪ মার্চ থেকে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে কোয়ালিফাই রাউন্ডের খেলা গুলো অনুষ্ঠিত হবে।