• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
সদরপুরে কর্মহীন পরিবার না খেয়ে থাকবে না -ইউএনও পূরবী গোলদার

সদরপুরে কর্মহীন পরিবার না খেয়ে থাকবে না -ইউএনও পূরবী গোলদার

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি\ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের করোনা ভাইরাস সংক্রমণ বিষয় নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।

জরুরী সভায় জানানো হয়,সদরপুর উপজেলার কর্মহীন হয়ে পড়া কোনো মানুষ না খেয়ে থাকবে না। করোনা ভাইরাস সংক্রমণ সংকটে কর্মহীন হয়ে পড়া প্রতিটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণ বিতরণ করা হচ্ছে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে উপজেলার তৃণমূল পযার্য়ে হতদরিদ্র,দিনমজুর,শ্রমিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের অঞ্চল ভিত্তিক কর্মহীন পরিবার গুলোর মাঝে সরকারি এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। অপরদিকে উপজেলার কর্মকর্তাদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত একটি কমিটি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, সদরপুরে বিশ্ব মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পড়ে নিম্ম ও মধ্যম আয়ের পরিবারের লোকজন কর্মহীন হয়ে পড়েছে। কয়েক ভাগে তাদের নামের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। কর্মহীন পরিবার গুলোর মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হবে।

সভায় উপস্হিত ছিলেন, এসিল্যান্ড সজল চন্দ্র শীল, কৃষি কর্মকর্তা বিধান রায়, মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম, প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস,প্রকল্প কর্মকর্তা আবু এহসান মিয়া, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।