• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারীতে দুই ভাইয়ের লোকজনের সংঘর্ষে আহত ১০ বাড়িঘর ভাংচুর

বোয়ালমারীতে দুই ভাইয়ের লোকজনের সংঘর্ষে আহত ১০,বাড়িঘর ভাংচুর

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুর্বশত্রুতার জের ধরে দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছে ১০ জন। পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের কাজী পাড়ায় রোববার (১২.০৪.২০) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রুস্তুম শেখ (৪৫), বাদশা মোল্যা (৬৫), ইমারুন বেগম (৫৫) ও সুজন ফকিরকে (২৫) বোয়ালমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ১৫ থেকে ২০টি বাড়ি এবং দুটি মুদি দোকান ভংচুরসহ লুটপাট চালানোর অভিযোগ পাওয়া উঠেছে। খবর পেয়ে বোয়ালমারী থানা ও ডহরনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইদ্রিস শেখ ও তার আপন বড় ভাই ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক শেখের মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। ওইদিন দুইপক্ষের লোকজন দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ধ্যার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল জানান, স্হানীয়ভাবে ইদ্রিস শেখরা ইউনিয়ন আওয়ামী লীগের শিল্প ও মানব বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বরের এবং ছিদ্দিক শেখরা সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল শরীফের সমর্থক। সম্প্রতি মান্নান মাতুব্বরের বিরুদ্ধে পুলিশ এ্যাসল্টসহ তিনটি মামলা হলে তারা পলাতক থাকার সুযোগে ছিদ্দিক শেখরা হামলা চালায়। ইদ্রিস শেখের লোকজন সংঘর্ষে টিকতে না পেরে পিছু হটলে তাদের বাড়ি ঘরে ভাংচুর চালানো হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, উভয় পক্ষের লোকজন রাতে থানায় এসে আর গোলমাল না করার মুচলেকা দিয়ে গেছে। দুইপক্ষকে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোস-মিমাংসা করে দেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।