ক্ষুদে বার্তা পেয়েই ত্রাণ পৌঁছে দিলেন ফরিদপুরে জেলা প্রশাসক
মনিরুল ইসলাম টিটো,ফরিদপুর :ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে ক্ষুদে বার্তা পাওয়ার দুই ঘন্টার মধ্যেই ত্রাণ পৌছে দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সোমবার শেষ বিকালে ক্ষুদেবার্তা পান তিনি আর সন্ধ্যার পরই জেলা প্রশাসনের গাড়ীতে করে ত্রাণ পাঠানো হয় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার লালননগর বস্তিতে।
জানাগেছে, পৌরসভার প্রাণকেন্দ্রে সাবেক ০২নং ওয়ার্ডভুক্ত লালন নগর বস্তিতে বসবাসকারীরা মামলা সংক্রান্ত জটিলতার কারণে বর্ধিত পৌরসভার নির্দিষ্ট কোন ওয়ার্ডভুক্ত নয় অযুহাতে কোন ধরণের ত্রাণ সুবিধা পায়নি অদ্যবদি। সোমবার বিকালে এমন তথ্য উল্লেখ করে জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারে বার্তা পাঠান ৭১ টেলিভিশনের সংবাদকর্মী। বিষয়টি তাৎক্ষণিক নজরে এনে তালিকা তৈরি করার নির্দেশ দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সন্ধার পর ত্রাণ না পাওয়া অতি দরিদ্রদের মাঝে তিবরণ করা হয় ত্রাণ।
এদিকে ত্রাণ নিতে আসা মানুষগুলোও যতদুর সম্ভব সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ গ্রহন করে দৃষ্টান্ত স্হাপন করেন। এসময় তারা জেলা প্রশাসককে তড়িৎ ব্যবস্হা নেয়ার কৃতজ্ঞতা জানান। #