করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সাম্পাদক ও দিনাজপুর-৫ সংসদীয় আসনের উদীয়মান নেতা জাকারিয়া জাকির।
আজ বুধবার(১৩ মে) দুপুর ২টায় দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের এম.সি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ কর্মহীন দুস্থ্য পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবিলায় তার সকল নেতা নেত্রীকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন। এরই অংশ হিসেবে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ ২৫শে মার্চ থেকে ফুলবাড়ী ও পাবর্তীপুর উপজেলার সাধারন মানুষের পাশে সাধ্যমত থাকার চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে আজ পাবর্তীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ৩শত মানুষের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি।
তিনি আরো বলেন, আমি কোন নির্বাচিত জন প্রতিনিধি নই। আমি স্বেচ্ছাসেবকলীগের একজন কর্মী হিসেবে, এই এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। বিগত দুই মাস আমি এবং আমার স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা কখনো মাস্ক, কখনো হ্যান্ড স্যানিটাইজার আবার কখনো খাদ্য সামাগ্রী নিয়ে ফুলবাড়ী-পাবর্তীপুরের অসহায় দুস্থ মানুষের পাশে থাকার দাড়িয়েছি ।
দিনাজপুর জেলা স্বেচ্ছসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: তসলিম উদ্দীণ বলেন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির করোনা মোকাবিলায় দিনাজপুর সদরে ও ফুলবাড়ী ও পাবর্তীপুর এলাকায় সম্পূণ ব্যক্তিগত উদ্দ্যোগে যে ত্রান তৎপরতা চালিয়ে আসছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। একজন জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী হিসেবে আমি নিজেকে গর্ব বোধ করি।
খাদ্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক ইলিয়াস হায়দার বাসার, যুগ্ন আহব্বায়ক রিপন চন্দ্র রায়, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহব্বায়ক আশিকুজ্জামান বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক তোজাম্মেল হক, যুগ্ন আহব্বায়ক রাশেদুল ইসলাম রাসেল, হাবড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শুভাস চন্দ্র রায়, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ, রায়হান রনি, যুগ্ন সাধারন সম্পাদক পার্থ রায় শুভ, সহ-সভাপতি মেহেদী হাসান মিরাজ, তৌফিক আহম্মেদ রাসেল, জসিম, রিমন, রায়হান, মুন্না মাসুদ মুক্তারুল, পল্লব কুমার রায়, রথিন্দ্র নাথ রায় সহ প্রমুখ।