• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুর আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা– ২০২২ অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে ।

ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, (১৩ জুন) সোমবার সকাল ১০ টায় শহরের মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম সভাপতিত্বে, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নারগিস জাফরী, বোয়ালমারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া, সালথা উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন প্রমূখ।

প্রতিযোগিতায় ফরিদপুর জেলার ৯ টি
উপজেলার বিভিন্ন শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

এতে জেলা পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে প্রতি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বালক বালিকা মোট ২৮ জন প্রতিযোগি অংশগ্রহন করে। প্রতি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় ৯ টি উপজেলায় মোট ২৫২ জন প্রতিযোগি জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। এখান থেকে শুধু প্রথম ২৮ জন বিজয়ী ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।