• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ ইং
গরীবের চাউল চুরির মহা উৎসবে চাউল চোর 

সাঘাটায় লোয়ার মুরগির খাবারের বস্তায় করে চাল চুরির সময় ডিলার গ্রেফতার 

 গাইবান্ধা জেলা প্রতিনিধি।

করোনা ভাইরাস সংক্রমণ বর্তমানে বিশ্বে মৃত্যুর
মিছিলের প্রলয়ের সৃষ্টি করেছে। অদৃশ্য একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুর আক্রমণে স্তব্ধ আজ সারা বিশ্ব। আর এই অদৃশ্য  ক্ষুদ্রাতিক্ষুদ্র  জীবাণুর আক্রমণের মোকাবেলায় বিশ্বের মানুষ পরাস্ত ও অসহায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আজ ঐক্যবদ্ধ হয়ে মারাত্মক ছোঁয়াচে ভাইরাস কে নিয়ন্ত্রণে আনতে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আর সেই বাংলার চোরেরা নেমেছে চাল চুরির যুদ্ধে।গাইবান্ধার সাঘাটায় লেয়ার মুরগির খবার বহন করা বস্তায় করে সরকারের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস’র) চাল চুরির সময় প্রায় ৫শ’ কেজি চালসহ ডিলার মজদার রহমান ( ৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবাব ১৩ এপ্রিল দুপুরে সাঘাটার পদুমশহর বাজার নয়াবন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজদার রহমান পদুমশহর ইউনিয়নের আজগর আলীর ছেলে এবং খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার ও রাকিব ট্রেডার্সের স্বতাধিকারীএলাকাবাসী জানান, সাঘাটা উপজেলার পদুমশহরে রাকিব ট্রেডার্সের গুদাম ঘর থেকে সরকারি সিলযুক্ত বস্তা বদল করে অভিনব কায়দায় মানুষের চোঁখ ফাকি দিতে লেয়ার মুরগীর খাবার বহন করা বস্তায় করে চাল ভর্তি ১০টি ভ্যানসাঘাটা উপজেলার বোনারপাড়ার দিকে যাচ্ছিল। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে একটি ভ্যান আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয় । বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ঘটনা স্থলে এসে আটককৃত চালসহ সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি (ওএমএস’র) ডিলার মজদার রহমানকে গ্রেফতার করা হয় ।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মজদার রহমান উপকার ভুগীদের নামের ১০ টাকা কেজির চাল কম দামে কিনে বেশী দামে বিক্রির সাথে জড়িত । আজকের মতো মাঝে মাঝেই এই গুদাম থেকে অনেক ভোরে লেয়ার মুগির খাবার বহন করা বস্তায় করে সরকারি চাল কালোবাজারে বিক্রি করতেন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি ।বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির জানান, তাকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ।সাঘাটা উপজেলা নির্বহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, ডিলার মজদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হচ্ছে। তার ডিলারশীপ বাতিলসহ এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।