মোঃরমজানসিকদার,ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-১৪/০৪/২০২০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিশিষ্ট শিল্পপতি সাখাওয়াৎ হোসনে জালাল প্রায় ২’ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করেছেন। চুমুরদী ইউনিয়নের বাসিন্দাদের মাঝে মঙ্গলবার সকালে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল ও ১ লিটার সয়াবিন তৈল ত্রান হিসাবে তুলে দেওয়া হয়। করোনা মোকাবিলায় হত দরিদ্র ও মধ্যবিত্তদের মাঝে উক্ত ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ প্রসঙ্গে সাখাওয়াৎ হোসেন জালাল বলেন, করোনার ভয়াবহ ছোবলে দরিদ্র জনগোষ্টি আজ চরম বিপাকে পড়েছে। তাদেরকে এই সামান্য ত্রান তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করব সমাজে বিত্তবানেরা প্রতিনিয়ত এভাবে অসহায়দের পাশে দাড়াবে। করোনার যু্দ্ধ আমরা সকলেই একত্রে মোকাবেলা করলে হয়ত এর থেকে পরিত্রান পাওয়া সম্ভব।মঙ্গলবার সকালে বাবলাতলা মাঠ এলাকায় সাখাওয়াৎ হোসেনর পক্ষ হতে ত্রান বিতরন করেন আওয়ামীলীগ নেতা কবির মিয়া, জাকির হোসেন প্রমুখ।