জাহাঙ্গীর তালুকদার (তারাকান্দা-ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের সকল মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ- ২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এম.পি। দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় এই উৎসবের সময় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, এবার সবাই যেন পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করেন। আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না। অযথা কোথাও ভিড় করবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন,নিজের পরিবারের সদস্যদের রক্ষা করুন।সেই সাথে তিনি আরও বলেল, মহান আল্লাহ্ তায়ালার উপর ভরসা রাখুন এবং নামাজ পড়ে দোয়া করুন যে নতুন বছর হয় করোনা মুক্ত। করোনা প্রতিরোধে আপনারা সবাই সতর্কতা অবলম্বন করুন। ঘরে থাকুন,নিরাপদে থাকুন,সুস্থ থাকুন।