• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
সালথায় মালবাহী ট্রলির ধাক্কায় যুবক নিহত

মনির মোল্যা, সালথা প্রতিনিধি,ফরিদপুর

ফরিদপুরের সালথায় মালবাহী ট্রলির ধাক্কায় তাওহিদ ফকির (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বলতলাঘাট হাবিব মিয়ার বাড়ির সামনে এদূর্ঘটনা ঘটে। নিহত তাওয়হিদ ওই গ্রামের বাবলু ফকিরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে তাওহিদ ফকির তার বাবার জন্য খাবার নিয়ে বড়খারদিয়া বলতলাঘাট রাস্তা দিয়ে মাঠে যাচ্ছিলো। এসময় হাবিব মিয়ার বাড়ির সামনে ময়েনদিয়া থেকে বেপরোয়াভাবে আসা একটি মালবাহী ট্রলি সামনে থেকে তাওহিদকে ধাক্কা দেয়। তৎক্ষণিক রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। স্থানীয়রা ট্রলিটাকে আটক করে রাখলেও ড্রাইভার পালিয়ে যায়। মালবাহী ট্রলিটি পার্শবর্তী বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারের এক রড-সিমেন্ট ব্যবসায়ীর বলে স্থানীয়রা জানিয়েছেন। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃমাসুদ জানান, দূর্ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মালবাহী ট্রলিটি থানা হেফাজতে রাখা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।