এস এম মনিরুজ্জামান ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ফরিদপুরের মানবতার কবি আলিম আল রাজী আজাদ।
মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এসময় শহরের হতদরিদ্র কর্মহীন হয়ে পড়া দরিদ্ররা ছাড়াও ইশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর, মদনদিয়া, শীলপাড়া, মাঝিপাড়া এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। কবি আলীম আল রাজী আজাদ এরই ভিতর ফরিদপুরের মানবতার ফেরিয়ালা হিসেবে পরিচিত পেয়েছেন।
এরআগে কবি আজাদ শহরের অসহায় মানুষের প্রতিদিনের একবার করে খাবার বিতরণ করে আসছিলেন গত পাচঁ মাস যাবত। করোনা ভাইরাস প্রাদুভার্বের কারনে এই কর্মসূচি থেকে সরে এসে তিনি প্রতিদিন এভাবে শত হত দরিদ্র মানুষ খুজেঁ বের করে সহায়তা করে চলেছেন।
এ বিষয়ে আলীম আল রাজী আজাদ বলেন, আল্লাহ আমাকে যতদিন সুস্হ্য রাখবে ততদিন আমি মানুষের জন্য আমার এই ছুটে চলা বহমান থাকবে। তিনি বলেন, আমার জীবন হতদরিদ্র মানুষের জন্য উৎসর্গ করেছি। প্রতিদিন এভাবে দরিদ্র মানুষ খুজেঁ বের করে তাদের সহায়তা করে চলছি এবং সামনেও এটা চালিয়ে যাব বলে তিনি জানান। #