• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
দিনাজপুরে ৭ ব্যক্তির দেহে  করোনাভাইরাস সনাক্ত

দিনাজপুর প্রতিনিধিঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা এবার দিনাজপুরেও চলে এসেছে। দিনাজপুরে এই প্রথম ৭জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রংপুর বিভাগের ৫টি জেলায় ১৫জন করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুর জেলায় ৭জন করোনা পজিটিভ পাওয়া যায়। দিনাজপুর সদর উপজেলায় ৩জন, নবাবগঞ্জ উপজেলায় ৩জন ও ফুলবাড়ী উপজেলায় ১জন ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম জানান, আমরা গত কয়েকদিনে শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। আজকে ৭জন ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আমরা একটি মিটিং করে জেলার সর্বশেষ পরিস্থিতি ও এ বিষয়ে কি সিদ্ধান্ত হয় সেটা জানিয়ে দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।