• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বীজ বপন যন্ত্রের সাহায্যে পেঁয়াজ উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ  দিবস অনুষ্ঠিত 

বীজ বপন যন্ত্রের সাহায্যে পেঁয়াজ উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ  দিবস অনুষ্ঠিত 

 

ফরিদপুর মসলা গবেষনা উপ-কেন্দ্রের আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শনিবার দুপুরে বীজ বপন যন্ত্রের সাহায্যে পেঁয়াজ উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বীজ বপন যন্ত্রের সাহায্যে পেঁয়াজ উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএআরআই এর মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব। 

বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে মাঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মসলা গবেষনা উপ-কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস। আলোচনা সভায় গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হয়।

নির্বাচিত কৃষকদের মাঝে গ্রীষ্মকালিন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, কৃষক যদি গ্রীষ্মকালে পেঁয়াজ আবাদ করে তাহলে একদিকে কৃষক লাভবান হবে। আর অন্যদিকে দেশে পেঁয়াজের দাম কমবে। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না।

পরে মাঠে গিয়ে কৃষকদের দেখানে হয় যন্ত্রের সাহায্যে পেঁয়াজ বীজ বপন করে অধিক লাভবান হওয়া যায় সেটি দেখানো হয়। এছারা যন্ত্রের সাহায্যে কিভাবে পেঁয়াজ বীজ বপনের বিষয়টি কৃষকের দেখানো হয়।

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।