মোঃআসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। রংপুরে গতকালের ২৫ জনের নমুনা পাঠানোর পর তাদের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।
জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজনসহ মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। গেল ২৪ ঘন্টায় এ জেলা থেকে আরো ২৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ১৬৫ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে ২৮ জনের নমুনার ফলাফল পাওয়া যাবে আগামীকাল।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। তা প্রেরণ করা হচ্ছে রংপুরে। নমুনা পরীক্ষার পর বলা যাবে ফলাফল।