ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো. সজীব সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, একটি বাল্য বিবাহের খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) শাহ্ মো. সজীব কর্তব্য পালনে যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়ীটি শ্রীঅঙ্গণ এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্স রং সাইডে এসে আঘাত করে। এতে গাড়ী সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ীতে থাকা সহকারী কমিশনার (ভুমি) শাহ্ মো. সজীব গুরুত্বর আহত হলে দ্রুত তাকে ফমেক হাসপাতালে নেয়া হয়। তিনি জানান, তার হাতের হাড় ফেটে গেছে।
খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করেন।
উল্লেখ্য, এ দূর্ঘটনায় উভয় গাড়ীর চালকদ্বয়ও আহত হন।