সালথা’য় ভোক্তা-অধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা
মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা-অধিকার। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২০ উদযাপন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন বাচ্ছু, উপজেলা অফিস সুপারিনটেন আবু সাঈদ, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, কাদের মোল্যা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার, সুরক্ষিত ভোক্তা-অধিকার। ভোক্তা-অধিকার নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
দোকানে কোন পন্য কিনতে গেলে পণ্যের গায়ে মেয়াদ এবং মূল্য দেখে কিনতে হবে। কোন দোকানদার ন্যায্য মূল্যের চেয়ে বেশি দাম নিলে উপজেলা প্রশাসনকে জানাবেন। উপজেলা প্রশাসন দ্রুত ব্যাবস্থা গ্রহন করবেন।
সভায় উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানদার বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোক্তা-অধিকার দিবসের র্যালি আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি দেখা যায়নি।