ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত।
মানিক কুমার দাস,ফরিদপুর
ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আজ বেলা১০-৩০ মিনিটে শহরের আলিপুরে অ্যাপোলো হাসপাতালে অগ্নিনির্বাপক ও ভূমিকম্প বিষয়ক এ মহড়া অনুষ্ঠিত হয়।
এতে জনগণের সচেতনতায় গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, বহুতল ভবনে আগুন লাগলে রোগীকে উদ্ধার, এবং বাসা বাড়িতে আগুন লাগলে সেখান থেকে কিভাবে রোগীকে উদ্ধার করা যায় তা মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ, অ্যাপোলো হাসপাতালের পরিচালক শেখ মোহাম্মদ আলী ফিরোজ ইকবাল ইসলাম শেখ, ওবায়দুর রহমান। প্রশাসনিক কর্মকর্তা। এছাড়া সার্বিক সহযোগিতা করেন ফরিদপুরের রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ।